Daily Sunshine

ইউসেপ রাজশাহী অঞ্চলে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

Share

স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী অঞ্চলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। সোমবার সকালে এ উপলক্ষে ইউসেপ রাজশাহী অঞ্চল বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসবের মধ্যেছিল আলোচনা, নাচ ও উম্মুক্ত আলোচনা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে ইউসেপ রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক ও সিনিয়র অফিসার, ডিইইডসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বছরের প্রতিপ্রাদ্য বিষয় “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ^ গড়ি।” অনুষ্ঠান পরিচালনা করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের শিক্ষক উম্মে সারা।

অক্টোবর ১২
০৫:৩৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ