Daily Sunshine

পবায় মৎস্য ও প্রাণীসম্পদের উপ সচিবের মৎস্য খামার পরিদর্শন

Share

স্টাফ রিপোর্টার: সোমবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব আহাদ আলী পবা উপজেলার বিভিন্ন মৎস্য খামার পরিদর্শন করেছেন।
তিনি গতকাল রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা সাহাপাড়ায় কাজী নিজামুল ইসলাম জনির তেলাপিয়া মাছ প্রদর্শনী খামার ও হরিয়ানের নলখোলায় শিউলী বেগমের কার্প-গলদা চিংড়ি মিশ্র মৎস্য চাষ প্রদর্শনী খামার পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি কাটাখালী শ্যামপুর নগরপাড়া ইলিশ জেলেদের সাথে মতবিনিময় করেন ও শেষে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষনে অভিযান পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো: আখতার হোসেন, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সেলিম আহম্মেদ, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

অক্টোবর ১২
০৫:৩৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]