Daily Sunshine

উপশহর ও হেলেনাবাদ অপরাজিত চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল লীগ

Share

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার ডিভিশনের খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় উপশহর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন আর ১ম বিভাগে পয়েন্ট তালিকায় শির্ষে থাকায় হেলেনাবাদ কলোনী ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় আলিম লাম মিম সংঘ ২-১ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের ইমন ২টি গোল করেন। বিজিত দলের পক্ষে জিকো ১টি গোল করেন। শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল সুপার লীগের খেলায় শিরইল স্পোর্টিং ক্লাব ও হেলেনাবাদ কলোনী ক্লাব গোল শুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। আজ প্রিমিয়ার ডিভিশনের শেষ খেলায় দিগন্ত প্রসারী সংঘ ও শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব অংশ নেবে।

অক্টোবর ১১
০৬:০০ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ