Daily Sunshine

রাজশাহীতে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন সাড়ে ৮ লাখ মানুষ

Share

স্টাফ রিপোর্টার : চলতি অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজশাহী জেলার প্রায় সাড়ে আট লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের বরাত দিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, তাদের সরকারি তথ্যানুসারে জেলায় এ পর্যন্ত আট লাখ ৪৯ হাজার ৯০০ জনকে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন চার লাখ ৩৯ হাজার ৩০৪ জন। এতে করোনা সংক্রমণ আগের তুলনায় অনেক কমে এসেছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ শতাংশে।
তবে এ পরিস্থিতিতেও করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় করোনা প্রতিশেধক ভ্যাকসিন গ্রহণকারীসহ সবাইকে মাস্ক পড়তে হবে। এছাড়া আগের মতই স্বাস্থ্যবিধি প্রতিপালন অব্যাহত রাখার পরামর্শ দেন সিভিল সার্জন।

অক্টোবর ০৮
০৬:২৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ