Daily Sunshine

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল লীগের ফল

Share

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব বাদলের হ্যাট্রিকের সুবাদে ৫-১ গোলে আলিফ লাম মিম সংঘকে হারায়। বিজয়ী দলের পক্ষে বাদল ৪টি ও কউসার ১টি গোল করেন ও বিজিত দলের পক্ষে হৃদয় ১টি গোল করেন।
শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল সুপার লীগের খেলায় হেলেনাবাদ কলোনী ক্লাব ১-০ গোলে সাবু স্মৃতি সংসদকে হারায়। বিজয়ী দলের পক্ষে লালন জয়সুচক গোলটি করেন।
আজ প্রিমিয়ার ডিভশনে উপশহর স্পোর্টিং ক্লাব ও এ্যালাইড ক্লাব এবং শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল সুপার লীগের খেলার বিরতী।

অক্টোবর ০৮
০৬:২৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ