Daily Sunshine

নাচোল পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরের পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার বেলা ১২টার নাচোল উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী দিঘির পাড়ার শফিকুল ইসলামের ৬বছরের শিশু বাড়ি পাশে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে মারা যায়। শিশুর মা শিশুটিকে বাড়ীতে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করলে পুকুরে শিশুটিকে দেখতে পায়। স্থানীরা ধারানা করছে পুকুরের পার ধষে শিশুটি পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে। বিকাল সাড়ে ৫টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

অক্টোবর ০৬
০৪:৫৩ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ