Daily Sunshine

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ০৪ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ০১ জন, কাটাখালী থানা ০১ জন, বেলপুকুর থানা ০১ জন, এয়ারপোর্ট থানা ০২ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৩ জন ও দামকুড়া থানা ০৩ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২১ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬৭ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

অক্টোবর ০৬
০৪:৫০ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]