Daily Sunshine

গোমস্তাপুরে শিক্ষক দিবস পালিত

Share

গোমস্তাপুর প্রতিনিধি: “শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে র‌্যালিটি স্লুইচগেট সংলগ্ন সমিতির কার্যালয় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হুজরাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর হোসেন, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম প্রমূখ। বক্তারা মুজিব বর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি জানান।

অক্টোবর ০৬
০৪:৪৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ