Daily Sunshine

রাজশাহী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক আব্দুল খালেক

Share

স্টাফ রিপোর্টার : দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল খালেক। সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান অবসর পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। করোনাকালেও শিক্ষার গুনগত মান ধরে রাখতে অনলাইনে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে আসায় এরই মধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি। অধ্যাপক আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে মনোনিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুল খালেক। সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান সহ কলেজটির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অক্টোবর ০৫
০৫:৩৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]