Daily Sunshine

মান্দায় শাপলা তুলতে শিশুর মৃত্যু

Share

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম জান্নাতুন ইতি (৯)। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে ও বান্দাইপুর গ্রামের আব্দুস সালামের নাতনী। জান্নাতুন এক সপ্তাহ আগে তার নানার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয়রা জানান, জান্নাতুন শনিবার দুপুরে সকলের অগোচরে নানার বাড়ির পাশে একটি পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অক্টোবর ০৪
০৫:৪৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]