Daily Sunshine

মাটিকাটা ইউনিয়ন পরিষদে গণশুনানি অনুষ্ঠিত

Share

প্রেস বিজ্ঞপ্তি: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে ২ অক্টোবর গণশুনানির আয়োজন করা হয়। ৬ নং ওয়ার্ড মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল করিম শিবলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণগুনানিতে স্থানীয় জনগণ সরাসরি তাদের সমস্যার কথা লিখিত আকারে গ্রহণ এবং সরাসরি আবেদনকারী বক্তব্য শোনা হয়। শুনানিতে মোট ১৬টি সমস্যা উপস্থাপিত হয়। ২টি সমস্যা তাৎক্ষনিক সমাধান প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, ডিস্ট্রিক্ট ফ্যাসিটিটেটর (ডিএফ), ইএএলজি, ইউএনডিপি, রাজশাহী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য। প্রায় ১০০ স্থানীয় জনগণের সাথে গণগুনানির অনুষ্ঠান করা হয়। শুনানি শেষে রেনুকা বেগম তাদের গ্রামের বিদ্যুৎ না যাওয়ার বিষয়টি ইউনিয়ন পরিষদের দৃষ্টিতে আনার সুযোগ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, গণগুনানি জনপ্রতিনিধিদেরকে জনগণের আরো নিকটবর্তী হতে সহায়ক হবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার এটি অনন্য মাধ্যম। ইউনিয়ন পরিষদে গনগুনানি চলমান থাকলে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি পাবে।

অক্টোবর ০৩
০৬:১৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]