Daily Sunshine

রাজশাহীতে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

Share

স্টাফ রিপোর্টার: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক চাই-নিসচা। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্যে এসব কর্মসূচি পালন করবে নিসচার জেলা শাখা।
শুক্রবার সকালে মাস্ক বিতরণ ও সড়ক আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ দিন নগরীর সাহেববাজার মনিচত্বর ও জিরোপয়েন্টে মাস্ক ও সবেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশনেন নিসচার জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য আসাদ হোসেন প্রমুখ।

অক্টোবর ০২
০৬:০৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]