Daily Sunshine

অতিরিক্ত যাত্রী ও পণ্যের কারণে এ নৌকাডুবি

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: বুধবার দুপুরে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পণ্য ও অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা ১০ রশিয়া ঘাটে যাবার সময় পদ্মা নদীতে স্রোতের তোড়ে তলিয়ে গেলে ৪ জন নিহত এবং এখনও ৮ জন নিখোঁজ রয়েছে। আর এ ঘটনার জন্য জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা নৌকায় অতিরিক্ত যাত্রী ও পণ্য নেয়াকেই দায়ী করেছেন।
তাদের দাবী নৌকাটি দেড় থেকে ২ মণ ওজনের ৮-৯টি আলু ও অন্যান্য পণ্যের বস্তা এবং ৬০-৭০ জন যাত্রী ছিল।
যাত্রী মুখলেসুর রহমান জানান, অতিরিক্ত ভারে নৌকাটি ডুবুডুবু ভাবে চলার সময় পদ্মার মাঝামাঝি অবস্থানকালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে নৌকার মাঝ অংশ ডুবতে থাকে। এ সময় যাত্রীরা লাফ দেয়ার সময় নৌকটি পুরোপুরি উল্টে যায়।
অপর যাত্রী সাহেব আলী জানান, প্রতিনিয়তই ঘাট কর্তৃপক্ষ অকিরিক্ত যাত্রী নিয়ে নৌকা ছাড়ে। এর প্রতিবাদ করেও কোন লাভ হয়না। বুধবার দুপুরে তাদের নৌকাটিতে ৭০ জন যাত্রী ছিল বলে দাবী করেন তিনি।
তবে ঘাটের এক অংশিদার দাবী করেন, নৌকাতে অতিরিক্ত যাত্রী নয় ৮ বস্তা আলু ও ২৫ জন যাত্রী ছিল। মুলত স্রোতের কারণে নৌকাটি ডুবে গেলে তারা বিভিন্ন ভাবে ৮ টি নৌকা দিয়ে দ্রুত উদ্ধার তৎপড়তা চালিয়ে প্রাণহানি কমিয়েছেন।

সেপ্টেম্বর ৩০
০৬:১৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]