Daily Sunshine

তানোরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা গ্রেপ্তার ১

Share

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শফিকুল ইসলাম ওই গ্রামের আরমান মন্ডলের ছেলে। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ওই শিশু প্রায়ই বাড়ির পাশে প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যেতো। বুধবার সকালের দিকে ওই শিশু টিভি দেখতে যায়। ওই সময় শফিকুল ইসলাম বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে নিজ শোয়ার ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা চালান শফিকুল।
ওই সময় মেয়ের খোঁজে শিশুটির মা পৌঁছে যাওয়ায় ছেড়ে দেন। পরে ওই শিশু বাড়িতে গিয়ে স্বজনদের পুরো ঘটনা জানায়। এই ঘটনায় বুধবার রাতে তানোর থানায় ভুক্তভোগী ওই শিশুর বাবা মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ২৪
০৬:২১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]