Daily Sunshine

নগরীতে সেলাই মেশিন ও ভেড়া বিতরণ

Share

স্টাফ রিপোর্টার: নগরীতে প্রফেশনাল সোস্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশনের (পিএসডাব্লুএফ) উদ্যোগে সেলাইমেশিন ও ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসডাব্লুএফ’র কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক হাসিনা মমতাজ।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে দরিদ্র মহিলাদের কর্মসংস্থান ও আয়বৃদ্ধির লক্ষে এ সেলাই মেশিন ও ভেড়া প্রদান করা হয়। পিএসডাব্লুএফ’র প্রেসিডেন্ট মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পিএসডাব্লুএফ’র সেক্রেটারী জেনারেল আনসার আলী। অনুষ্ঠানে জোড়া ভেড়া দেয়া হয় স্বামী পরিত্যাক্ত আঙ্গুড়া বেগম এবং সেলাই মেশিন দেয়া হয় স্বামী পরিত্যাক্ত আসমা বেগম ও মুর্সিদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন পিএসডাব্লুএফ’র কর্মকর্তা পিয়ার বক্স, খুরশীদা নাসরিন, মকবুল হোসেন, ইদ্রিস আহম্মেদ, কামরুজ্জামান, আতাউর রহমান, সোলেমান আলী, ফারুক হোসেন প্রমুখ।

সেপ্টেম্বর ২৪
০৬:০৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]