Daily Sunshine

নিয়ামতপুরে সিসিডিবি’র ইউথ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ

Share

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা সিসিডিবি ‘হাতে কলমে কাজ শিখি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে ইউথ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। রবিবার বেলা ১০টায় সিসিডিবি নিয়ামতপুর শাখা কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়।
আইসিসিও কো-অপারেশনের অর্থায়নে ও সিসিডিবির বাস্তবায়নে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সিসিডিবির টেকনিক্যাল অফিসার একরামুল কবির, ফিল্ড অফিসার রিপন বারই, সমাজ সংগঠক ফিলিপ চন্দ্র রায়।
এ প্রজেক্টে উপজেলায় ৪০ জন ইউথ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের অধিকাংশ সদস্যদের বিভিন্ন জায়গায় কর্মস্থানের ব্যবস্থা করা হয়।

সেপ্টেম্বর ২১
০৬:২০ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ