Daily Sunshine

সুজার মৃত্যুতে নগর আ’লীগ নেতৃবৃন্দের শোক

Share

স্টাফ রিপোর্টার: ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা খান সুজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুজাউদ্দৌলা খান সুজা এর জানাযার নামাজ রবিবার বাদ যোহর সুলতানাবাদ জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামিম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকারসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

সেপ্টেম্বর ২০
০৭:১২ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]