Daily Sunshine

রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৫৫ খেলোয়াড়কে ট্র্যাকসুট দিলেন মেয়র লিটন

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৫৫জন খেলোয়াড়কে ট্র্যাকসুট প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে খেলোয়াড়দের হাতে ট্র্যাকসুট তুলে দেন মেয়র মহোদয়।
এ সময় রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড সহ খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ১৮
০৬:৪৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]