Daily Sunshine

উপাচার্যের সঙ্গে রাবি এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

Share

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলামনাই এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে তারা এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কমিটির আহ্বায়ক রাকসুর সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঠান্ডুর নেতৃত্বে তারা নবনিযুক্ত উপাচার্যসহ উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করে উপাচার্যের সহযোগিতা প্রত্যাশা করেন। উপাচার্য সে বিষয়ে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য অধ্যাপক আনোয়ারুল কবির ভূঁইয়া, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী মন্ডল, অধ্যাপক রুকসানা বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ১৭
০৬:৫০ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]