Daily Sunshine

নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বেশ কিছু স্থাপনা ভাঙচুর করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত আয়ুব আলীর ছেলে এনামুল হক (৭২) রাজপাড়া থানায় অভিযোগ করেছেন।
এনামুল হকের ছেলে আজাদ ওরফে বেরিল জানান, সাড়ে ৩ কাঠা জমি ২৫ বছর থেকে ভোগ করে আসছেন। এনামুল হকের স্ত্রী রওশন আরা বেগম ওই জমিটি সমশের আলী মোল্লা নামের ব্যক্তির কাছে কিনেন। কিছুদিন ধরে ওই জমিটির মধ্যে ২ কাঠা জমি দাবি করেন মৃত গুলজার আলীর ছেলেরা। এ নিয়ে ঘরোয়াভাবে বসলেও প্রতিপক্ষের লোকজন নিদিষ্ট কোন প্রামন দিতে পারেনি। উপরোক্ত প্রতিপক্ষের লোকজন প্রায় তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
সবশেষ, পিয়ারুলের ভাগ্নিনা মিঠুনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ওই জমির উপরে অবস্থিত বসতবাড়িতে হামলা চালায়। সেই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেন। দেশিয় অস্ত্র নিয়ে হামলকারীরা সীমানা প্রাচীর ভাঙচুর করে।
হামলাকারীদের মধ্যে ছিল রাজপাড়া থানার হড়গ্রাম নতুনপাড়া (মাঠপাড়া) এলাকার মৃত গুলজারের ছেলে আবুল কালাম আজাদ (৫০), সেলিম (৪৭), মুন্না (৪৫), পিয়ারুল ইসলাম (৪২), পিয়ারুলের ছেলে হামিম (২০), ইসরাফিলের ছেলে মিঠুন (২৮), রিজভী, মামুনসহ অনেকেই।

সেপ্টেম্বর ১৫
০৬:০৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]