Daily Sunshine

রাজশাহী সীমান্তে পাচারকারীসহ গ্রেপ্তার তিন

Share

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার করেছে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৬৫/৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারুপাড়া এলাকা দিয়ে ০৩ জন বাংলাদেশী নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চরমাজারদিয়া বিওপি’র টহল দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাচারকারী রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের দুলাল শেখের ছেলে সাগর খন্দকার (২১), শাহ মখদুম থানার নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৬), নিমাই দাসের ছেলে মিঠুন দাস (১৮), গ্রেপ্তারকৃত বাংলাদেশী নাগরিকদের দামকুড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সেপ্টেম্বর ১৫
০৫:৪৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]