Daily Sunshine

ভোলাহাটে কৃষি জমির পানি নিষ্কাশন ও মহানন্দার ভাঙ্গন রোধে সাংসদের সভা

Share

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের আলীমোড়ে কৃষি জমির জলাবদ্ধতা দূরিকরণ ও মহানন্দা নদীর ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।
শনিবার বেলা ১১টার সময় বিএনপির উপজেলা শাখার সহসভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন।
তিনি কৃষকের আবেদনে ৯’শ বিঘা জমির ফসল জলাবদ্ধতায় নষ্ট হওয়ায় এ মাসের মধ্যে ৪ লাখ টাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন নিমার্ণের অর্থ প্রদানের ঘোষণা দেন। সম্প্রতি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভায় জানান।
এ ছাড়া মহানন্দা নদী ভাঙ্গন রোধে সুনির্দৃষ্ট রূপরেখা প্রদান করতে অনুরোধ করেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এদিকে ভোলাহাট হতে রহনপুর সড়কের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ভোলাহাটের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি শাখার সিনিয়র সহসভাপতি মাহতাবউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা শাখার সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, বিএনপি নেতা আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, কৃষক হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান, উমর ফারুক, উপজেলা ছাত্রদল আহবায়ক মহসিন আলী, সদস্য সচিব আব্দুর রাকিবসহ অন্যরা।
এরপর সংসদ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ও উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ দলীয় নেতাদের মাঝে পৃথক পৃথক ভাবে ১০ হাজার মাস্ক বিতরণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।

সেপ্টেম্বর ১২
০৫:১১ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]