Daily Sunshine

গোমস্তাপুরে বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতীয় বিড়ি ও সুতা আটক

Share

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতীয় বিড়ি ও সুতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে ওই সীমান্তের আনারপুর ও ভবানীপুর এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়। তবে এঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি।
বাঙ্গাবাড়ী ক্যাম্পের নায়েব সুবেদার লেবু মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে বাঙ্গাবাড়ী সীমান্তের দু’টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের ২০২ মেইন পিলারের কাছে ভবানীপুর এলাকায় ১১০ কেজি রেশমি সুতা ও ২০৩ পিলারের আনারপুর এলাকায় ৮ হাজর ২৯২ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকৃত বিড়ি ও সূতার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবির ক্যাম্প কমান্ডার জানান।

সেপ্টেম্বর ১১
০৫:৩৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]