Daily Sunshine

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনাল আজ

Share

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও সফররত মাগুরা জেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দিবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার আবু কারাম সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিস্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, ওয়াল্টন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুল ইলম লোটন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, ২য় বিভাগ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহসানুল হক পিন্ট, ১৯নং ওয়ার্ড কাউন্সিলার ও সদস্য তৌহিদুল হক সুমন, বাংলাদেশ ফুটবল ফেডআরেশনের প্রটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী অনু।

সেপ্টেম্বর ০৯
০৫:৪৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]