Daily Sunshine

নেপালে সাবিনা-কৃষ্ণারা সবাই ‘নেগেটিভ’

Share

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে গেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। নিয়ম অনুযায়ী খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। সবার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সোমবার চার্টার্ড বিমানে করে নেপাল পৌঁছায় দল। ওই দিনই করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় সাবিনা-কৃষ্ণাদের। আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার হালকা বৃষ্টির মধ্যেও এপিএফ স্টেডিয়ামে দল প্রস্তুতি শুরু করেছে।
নেপাল ট্যুর শেষ করে সেখান থেকে উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে বাছাইয়ের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

সেপ্টেম্বর ০৮
০৬:১৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]