Daily Sunshine

নগরীতে খালেদ ওয়াশি কেটু’র মৃত্যুবার্ষিকী পালিত

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা যুবলীগের প্রয়াত সাধারণ সম্পাদক এ এইচ এম খালেদ ওয়াশি কেটু’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যেছিল কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল।
জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবলীগ সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, জেলা যুবলীগ সহসভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু, আরিফুল ইসলাম রানা, হাসান মাহমুদ ফয়সাল, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন ও ওয়াসিন রেজা লিটন, নওহাটা পৌর যুবলীগ সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমানসহ জেলার প্রতিটি উপজেলার যুবলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সেপ্টেম্বর ০৮
০৬:০৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]