Daily Sunshine

বাগমারায় মৎস্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় দুই দিনব্যাপি ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। রোববার কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২০২২ অর্থবছরে “রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় দেশি জাতীয় মৎস্য সম্পদের চাষ বৃদ্ধির লক্ষ্যে ছোট মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কই, শিং, টেংরা, পাবদা সহ ছোট মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস্য অফিসার রবিউল করিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার, কোমল কুমার সরকার, অফিস সহকারী সুজাউল হক, হাফিজুল ইসলাম প্রমুখ। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেছিলেন।

সেপ্টেম্বর ০৬
০৪:৪৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]