Daily Sunshine

পদ্মায় মামার সঙ্গে গোসলে গিয়ে প্রাণ হারালো ভাগ্নে

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: পদ্মানদীতে মামা ও ভাগ্নে গোসল করতে গিয়ে ভাগ্নে ইমন আলীর প্রাণ গেল পানিতে ডুবে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পদ্মানদীর চরপাঁকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটি একই উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা কদমতলা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইমন আলী (৫)।
পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন মৃত শিশুটির মামা মমিনের উদৃতি দিয়ে জানান, শনিবার দুপুরে মমিন ও তার তার ভাগ্নে ইমন বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত স্রোতের তোড়ে ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় ইমনকে মৃত অবস্থায় উদ্ধার করে তার মামা।

সেপ্টেম্বর ০৫
০৫:৫৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]