Daily Sunshine

নওগাঁয় করোনার সংক্রমণ ও মৃত্যু শূন্যের কোটায়

Share

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হন নি। নতুন করে কেউ মৃত্যুবরন করেন নি।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১২ জনের নমুনা পরীক্ষা করে কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭৭ জন।
এ সময় জেলায় করোনা ভাইরাসে কোন ব্যক্তি মৃত্যুবরন করেন নি। তবে এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছেন ১৩৮ জন।
এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তি নতুন করে সুস্থ্যতা অর্জন করেন নি। তবে নএ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৯১০ জন। সেই হিসেবে জেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৩৬৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন এবং বাকীরা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
এ সময় নতুন করে কোন ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয় নি। তবে এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৬ হাজার ৬৪৭ জনকে । নতুন করে কোয়ারেটাইন থেকে কাউকে ছাড়পত্রও দেয়া হয় নি। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ৩৫ হাজারন ৫৩৬ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ১১১ জন।

সেপ্টেম্বর ০৫
০৫:৫৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]