Daily Sunshine

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম বছর

Share

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তিন ম্যাচ এখনও বাকি। সামনে আছে বিশ্বকাপ। আরও টি-টোয়েন্টি ম্যাচ আছে বিশ্ব আসরের পরও। তবে এবছর এখনই হয়ে গেছে এই সংস্করণে বাংলাদেশের সেরা বছর! নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ে এই বছর মাহমুদউল্লাহদের জয় সংখ্যা হলো ৮টি। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এটিই।
এবারের আগে সবচেয়ে বেশি জয় ছিল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে। ২০১৬ সালে ৭ জয় পেয়েছিল বাংলাদেশ। ওই বছর ৭ জয় ছিল ১৬ ম্যাচ খেলে। এবার ৮ জয় এলো ১৩ ম্যাচেই। ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জয় ছিল ৫টি। এই রেকর্ডে বড় ভূমিকা সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে জিম্বাবুয়ে সফরে জয় ছিল ২-১ ব্যবধানে। এই নিউ জিল্যান্ড সিরিজে দুই ম্যাচে এসেছে দুটি জয়।
রেকর্ড গড়া জয়ের পর মাহমুদউল্লাহ বললেন, এই সংস্করণে ভালো করার বিশ্বাসটা তাদের সবসময়ই ছিল।
“আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা এই সংস্করণে ভালো দল। স্রেফ নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার আমাদের, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই ধারা (জয়ের) ধরে রাখতে পেরে আমরা খুশি।”

সেপ্টেম্বর ০৫
০৫:৫৩ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]