Daily Sunshine

মহাদেবপুরে ব্যবসা পরিচালনায় দক্ষতা প্রশিক্ষণ

Share

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে ২ সেপ্টেম্বর উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাতে কলমে কাজ শিখি- বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা সিসিডিবি মান্দা এ প্রশিক্ষণ পরিচালনা করে।
সিসিডিবি মান্দার ম্যানেজার নুসরাত জাহান জানান, আইসিসিও এর অর্থায়নে গত ৪ মাস ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৮৭ জন বেকার যুব ও যুব মহিলাকে দর্জি, ওয়েলডিং, ফ্রিজ সার্ভিসিং, মোবাইল ফোন সার্ভিসিং, বিউটিফিকেশন, ব্লক বাটিক, মটরসাইকেল সার্ভিসিংসহ নানা ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন সিসিডিবি মান্দার ফিল্ড অর্গানাইজার সুদিপ্ত বিশ্বাস।
প্রশিক্ষণ শেষে ১৫ জন ওস্তাদকে প্রাথমিক চিকিৎসার জন্য সেফ্টিকিডস্ বক্স প্রদান করা হয়।

সেপ্টেম্বর ০৩
০৫:৫৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]