Daily Sunshine

বাঘায় মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন

Share

নুরুজ্জামান, বাঘা: বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলেক্ষে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মৎস্য চাষ বিষয়ে চাষিদের উদ্বুদ্ধ করণ ও মৎস্য আইন বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করার আহবান জানান। এছাড়াও ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির তালিকা পাঠ করে শোনান।
সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের সভাপতি পাপিয়া সুলতানা বলেন, বাঙ্গালীর জীবন থেকে মাছকে আলাদা করার কোন সুযোগ নেই। প্রবাদ রয়েছে, মাছে ভাতে বাঙ্গালী। বর্তমান সরকারের লক্ষ আমরা যেন বেশি-বেশি করে মাছ চাষ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
তিনি বলেন, বাঘায় লক্ষ মাত্রার চেয়ে ৪০ মে. টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। ফলে স্থানীয় চাহিদা পুরণ করে এ উপজেলার মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হচ্ছে।
নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে সারা বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি আমাদের জন্য সাফল্যময় একটি খবর। তিনি মাছ চাষ এবং বিপনন সংক্রান্তে কোন অনিয়ম পেলে প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।

সেপ্টেম্বর ০৩
০৫:৫৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]