Daily Sunshine

এমপি হাসিবুর স্বপনের মৃত্যুতে প্রফেসর খালেকের শোক প্রকাশ

Share

প্রেস বিজ্ঞপ্তি: সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের এমপি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রফেসর ড. আবদুল খালেক বলেন, মরহুম এমপি হাসিবুর রহমান স্বপন আমার উপজেলার সংসদ সদস্য ছিলেন। তার সাথে আমার অনেক স্মৃতি আছে। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বুধবার দিবাগত রাত সোয়া ৩টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি হাসিবুর রহমান স্বপন (ইন্নালিল্লাহি.. ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সেপ্টেম্বর ০৩
০৫:৫৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]