Daily Sunshine

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ ও কৃষকলীগের আলোচনা সভা

Share

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক ভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া দোয়া অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব জিল্লার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, জিয়াউর রহমান আরমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন।
অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব জিল্লার রহমান।
বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বালুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান।

সেপ্টেম্বর ০১
০৫:২৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]