Daily Sunshine

রাজশাহীসহ বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্তকরণ

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মান্দা: নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রোববার পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর আগে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ইউএনও আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময়, পরামর্শ সেবাপ্রদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাগমারা: রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোববার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। জাতীয় মৎস্য সপ্তাহে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এদিকে জাতীয় মৎম্য সপ্তাহ উপলক্ষে উপজেলার দুইজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আগস্ট ৩০
০৬:১৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]