Daily Sunshine

তাড়াশে বৃষ্টির পানিতে ভাসছে পুকুর বাড়িঘর

Share

তাড়াশ প্রতিনিধি: তাড়াশে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টি ও সাথে ভঙ্কর বজ্রপাত ঘটে। তবে বজ্রপাতে উপজেলায় কোন মানুষ মারা যাবার ঘটনা ঘটেনি। তবে এ বর্ষণের ফলে ঘর বাড়ি, রাস্ত ঘাট ও মৎস্য খামার, পুকুর প্লাবিত হয়ে গেছে।
এ বর্ষণে মহেশরৌহালী গ্রামের মৎস্য চাষি সামছুল হকের ৩০ বিঘা পুকুর প্লাবিত হয়েছে। সাইফুল ইসলামের ৭ বিঘা পুকুর, এ ছাড়া আরো অনেকের মাছ চাষের পুকুর পানিতে তলিয়ে যাবার খবর পাওয়া গেছে। মহেশরৌহালী গ্রামের ফরিদের ঘর বাড়ি, ভানু বেওয়ার ঘর বাড়ি, ফেরেজার ঘর বাড়ি ও মুছার ঘর বাড়ি সহ আর অনেকের ঘর বাড়ি পানিতে হাবু ডুবু খাচ্ছে। তারা এখন নিরুপায় হয়ে মানুষের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন।
এছাড়া মহেশরৌহালীর রাস্তা, বিরল হালীর রাস্তা, পংরৌহালীর রাস্তা এ বর্ষণে প্লাবিত হয়েছে। এ তিন গ্রামের মানুষ সবাই দ্ররিদ্র সীমার নিচের বাসিন্দা।

আগস্ট ২৭
০৫:৩২ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]