Daily Sunshine

নাটোর খাদ্য গুদাম থেকে ৫৯১ বস্তা নষ্ট চালসহ ট্রাক জব্দ

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সরকারি খাদ্য গুদাম থেকে ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চাল সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন।
নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার একটি আড়ত থেকে ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চাল নিয়ে একটি ট্রাক বুধবার রাতে নাটোর খাদ্য গোডাউনে আসে। বৃহস্পতিবার সকাল থেকে গোপনে সেগুলে ৬নং গোডাউনে মজুদ করার সময় খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন।
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ৩টি চাল কলের নামে পচা চালগুলো গোডাউনে প্রবেশ করানো হচ্ছিল। নাটোর সরকারি খাদ্য গুদামে গোপনে পচা চাল মজুদ করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগস্ট ১৩
০৪:৪৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]