Daily Sunshine

নাচোলের সেরা কাবশিশু খাদিজার দোয়া প্রার্থনা

Share

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয়ফুল তৈরী প্রতিযোগিতায় নাচোল উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ১ম স্থান অধিকারী গুঠইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সেরা কাবশিশু মাসুমা আক্তার খাদিজা রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দোয়া চেয়েছে উপজেলা ও জেলার সবার নিকট। শিশু খাদিজার পিতা মোশাররফ হোসেন ও মা সুফিয়া খাতুন রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।

আগস্ট ১২
০৪:৩৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]