Daily Sunshine

দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

Share

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর ৫ম ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার (৯ আগস্ট) এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের দাপুটে জয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। প্রথম তিন ম্যাচে ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার পর ৫ম ম্যাচে অস্ট্রেলিয়াকে অলআউট করে দুর্দান্ত ও দাপুটে জয় বাংলাদেশের। এ এক অনন্য ও অদম্য বাংলাদেশ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ৫ ম্যাচে ৪-১ এ বিশাল জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

আগস্ট ১০
০৩:৪৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]