Daily Sunshine

নওগাঁয় শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক

Share

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটি মা ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ মাহফুজার রহমান মিন্টু (৬৫) নামে ওই ধর্ষণকারীকে গ্রেফতার করে। রোববার রাতে শহরের বিহারী কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে চকদেব কলেজ পাড়া সরিষাহাটির মোড়ে ফজলে রাব্বি বকুর বাড়ির সামনে কয়েজনের সাথে খেলাধুলা করছিলো ওই শিশু। এসময় তাকে ফুসলিয়ে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ির ড্রয়িং রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুর ফুফু দেখে ফেললে ধর্ষণকারী শিশুটির ফুফুকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। পরে শিশুর মা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আগস্ট ১০
০৩:৩৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]