Daily Sunshine

কাতার থেকে জানানো হলো পিএসজিতে যাচ্ছেন মেসি

Share

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। গত বৃহস্পতিবার এমন ঘোষণার পর জল্পনা-কল্পনা বাড়তে থাকে- মেসি কোথায় যাচ্ছেন? এসেছে প্যারিস সেন্ত জার্মেই ও ম্যানচেস্টার সিটির নাম। তবে সবচেয়ে বেশি জোরোলো আলোচনা হচ্ছে পিএসজিতে যোগদান নিয়ে। সেটা আরও জোরদার হলো ফরাসি ক্লাবটির কাতারি মালিকের ভাই খালিদ বিন হামাদ বিন খালিফা আল থানির টুইটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আল থানি জানিয়েছেন, মেসি পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন। তার টুইটটি এমন, ‘তার (মেসি) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ। আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’ সেই ঘোষণা কখন আসবে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাননি এই কাতারি। পিএসজির মালিক তামিম বিন হামাদ আল থানি, যিনি আবার কাতারের আমির, তারই ভাই যখন টুইটার বার্তায় এমন খবর দিয়েছেন, তখন বুঝতে বাকি থাকে না পিএসজিই হতে যাচ্ছে মেসির ঠিকানা।
সেক্ষেত্রে আসছে মৌসুমে নেইমার-আনহেল দি মারিয়া-কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে মিলে মাঠ মাতাবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। তাতে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের পালে হাওয়া লাগবে জোরেশোরে!

আগস্ট ০৮
০৪:৩৮ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]