Daily Sunshine

অনলাইন শুটিংয়ে রাব্বীর রুপা

Share

স্পোর্টস ডেস্ক: শেখ কামাল ইন্টারন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়ন্সশিপে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন বাংলাদেশের শুটার রাব্বী হাসান মুন্না। অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় বৃহস্পতিবার ৬২৫ দশমিক ৭ স্কোর গড়ে রুপা পান রাব্বী। ৬৩৩ দশমিক ৯ স্কোর গড়ে সেরা হয়েছেন ইন্দোনেশিয়ার শুটার গুস্তফিয়ান ফাতুর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শুটিং ফেডারেশন। বাংলাদেশসহ ৭টি দেশের মোট ৫৪ জন শুটার অংশ নেন প্রতিযোগিতাটিতে।

আগস্ট ০৬
০৪:৪৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]