সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এ মেলার উদ্বোধন করা হয়।
পবা উপজেলা: রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আজিজুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল।
রাণীনগর: রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান। ফিতা কেটে এবং ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এসময় খট্রেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর হোসেন,ম’স্য কর্মকর্তা শিল্পী রায়,উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সেন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব,গণমাধ্যম কর্মী ও ইউনিয়ন ও পৌরসভার ডিজিটাল সেন্টারের তথ্য উদ্যোক্তরা। উন্নয়ন মেলা গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মেলায় ১২ টি স্টল অংশ নেয়।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, পল্লী বিদ্যূৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোছাদ্দেকুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা।
জয়পুরহাট: রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয় সরকার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠের কাছে গিয়ে শেষ হয়। এর আগে- জয়পুরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে- এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ ,পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব , সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।
দুর্গাপুর: রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। উন্নয়ন মেলায় স্থানীয় সরকারের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন ও উদ্ভাবনী বিষয়ে প্রদর্শনীতে অংশ নেন। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপণ করেন সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।
মোহনপুর: আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। বিশেষ ছিলেন উপজেলা সহকারি কমিশানর মিথিলা দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মন্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মোহনপুর উপজেলা সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ