Daily Sunshine

নদীগর্ভে যাচ্ছে বিদ্যুতের খুঁটি

Share

মতলুব হোসেন, জয়পুরহাট: খেয়াল না করা ও গুরুত্ব না দেওয়ায় পাঁচবিবি উপজেলার বাগজানা খেয়া ঘাটের পশ্চিম তীরে পল্লী বিদ্যুতের ১১ কে.ভির একটি লাইন নদীর তীব্র স্রোতে এখন নদী গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে। দেখা দেছে, গত কয়েক মাস পুর্বে পাঁচবিবি হতে বাগজানার চেঁচড়া পর্যন্ত নদী খনন শুরু হয়, তখন ছিল নদী পানিশূন্য। বৈদ্যুতিক খুঁটিটিও ছিল নিরাপদে।
কিন্তু সম্প্রতি ভাটির দিক থেকে নেমে আসা বন্যার পানি আর প্রবল স্রোতের কারণে নদী তীরের বালু না থাকায় তীর ভাঙতে শুরু করে, বর্তমানে ভাঙতে ভাঙতে এখন এমনই অবস্থা যে, পাঁচবিবি পল্লী বিদ্যুতের আওতাধীন ১১ কে.ভি. সঞ্চালন লাইনের খুঁটিটি পড়ে গিয়ে খুঁটি টানার তারের সঙ্গে আটকে রয়েছে। খুটিটি এখন যেকোনো সময় খুঁটিটি নদীর পানিতে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এ ব্যাপারে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারিক হোসেন বলেন, এখনই লোক পাঠিয়ে দিচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি।

আগস্ট ০৫
০৫:৩৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]

সর্বশেষ