Daily Sunshine

এ্যাডভোকেট মহসিন খানের মৃত্যুতে প্রফেসর ড. খালেকের শোক

Share

প্রেস বিজ্ঞপ্তি: এ্যাডভোকেট মহসিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক এবং উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
রবিবার এক শোক বার্তায় প্রফেসর ড. আবদুল খালেক বলেন, খ্যাতনামা আয়কর এ্যাডভোকেট মহসিন খান পরোপকারী, উদার, মানবতাবাদী, সংস্কৃতিমনা ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি আমার সহপাঠী। ব্যক্তিগত এবং পারিবারিকভাবে তাঁর সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। কর্মগুণে তিনি সকলের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তার পূরণ হবার নয়। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জুন ২১
০৪:১৫ ২০২১

আরও খবর