Daily Sunshine

তাহমিনার মৃত্যুতে নগর আ’লীগ নেতৃবৃন্দের শোক

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ এর অ্যানাটমি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক বীর মুক্তিযোদ্ধা ডা. ইমদাদুল হক এর সহধর্মিনী তাহমিনা হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাহমিনা হক এর জানাযার নামাজ বৃহষ্পতিবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হয়।

জুন ১৮
০৫:৫৪ ২০২১

আরও খবর