Daily Sunshine

পাঁচ বোলার নিয়ে ফাইনাল খেলবে ভারত

Share

স্পোর্টস ডেস্ক: সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। সাউদাম্পটনে কাদের নিয়ে মাঠে নামতে যাচ্ছে, তা জানিয়ে দিলো দলটি।
বিরাট কোহলি পাঁচ বোলারকে নিয়ে দল সাজিয়েছেন। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন তো আছেনই। একাদশে অন্য তিন বোলার ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা। সোমবার এই ম্যাচের ১৫ জনের দল ঘোষণা করেছিল ভারত। ওই দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও ব্যাটসম্যান হানুমা বিহারি।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা।

জুন ১৮
০৫:৪০ ২০২১

আরও খবর