Daily Sunshine

বাগাতিপাড়ায় দুদিন ব্যাপী ই-ফাইলিং প্রশিক্ষণ

Share

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ২ দিন ব্যাপী উপজেলা ই-ফাইলিং (নথি) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং তথ্য প্রযুক্তি অধিদপ্তরে আয়োজনে জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ প্রধান অতিথি হিসেবে থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যন অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নিশাত অনজুম অনন্যা, মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার শাহাসহ উপজেলা সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রতিটি দপ্তর থেকে ৩০ জন ডেলিগেট অংশ গ্রহন করেন।

জুন ১১
০৫:১৯ ২০২১

আরও খবর