Daily Sunshine

নাচোলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার নাচোল আমনুরা রোডের পাশে জোনাকি পাড়া নবনির্মিত মসজিদের সামনে আমনুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে তিনি জ্ঞান হারান। এলাবাসী তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ থানা নিয়ে এসে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তত্তাবধানে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হবে। মৃতের পরিচয় উদঘাটনে আমি চেষ্ঠা চালাচ্ছি।

জুন ১১
০৫:১৯ ২০২১

আরও খবর