Daily Sunshine

ফুটবলারদের বেতন দেবে বাফুফে

Share

স্পোর্টস ডেস্ক: কাতারে ভারতের বিপক্ষে ম্যাচে ভালো ফুটবল খেলেনি বাংলাদেশ দল। বলের দখল ছিল মাত্র ২৪ শতাংশ, হেরেছে ২-০ গোলে। এর আগে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও শুরু থেকেই দল ছিল চাপের মধ্যে।
ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সে উন্নতি আনতে তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনার কথা বলছেন অনেকে। ফুটবল উন্নয়নে বড় পরিকল্পনা চান সবাই। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সবকিছুর আগে চান ফুটবলারদের বেতনের আওতায় আনতে। তিনি ফুটবলারদের সেটি জানিয়েও দিয়েছেন।
বাফুফে ভবনে বেলা দুইটায় সালাউদ্দিন ডেকেছিলেন চোট ও করোনার কারণে কাতার সফরে যেতে না পারা জাতীয় দলের পাঁচ ফুটবলারকে। তাঁরা হলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ফরোয়ার্ড মাহবুবুর রহমান, আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন, ফরোয়ার্ড সাদ উদ্দিন এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম। খেলোয়াড়দের সঙ্গে আলোচনার সময় বাফুফে সভাপতি তাঁদের বলেছেন, ৩০ জন ফুটবলারকে তিনটি ‘গ্রেড’-এর আওতায় এনে বেতন দেওয়ার পরিকল্পনা বাফুফের।

জুন ১১
০৫:১৭ ২০২১

আরও খবর